গতকাল সোমবার টার্কিশ ফুটবলের শীর্ষ লিগে মুখোমুখি হয়েছিল শীর্ষ দুই ক্লাব গালাতাসারাই ও ফেনেরবাচে। হাইভোল্টেজ এ লড়াই শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
এই ম্যাচের পর প্রতিপক্ষের ওপর চড়াও হন ফেনেরবাচে কোচ জোসে মরিনিও। মরিনিও বলেন, ঘরের মাঠে গালাতাসারাইয়ের বেঞ্চে থাকা সদস্যরা ‘বানরের মতো লাফালাফি করেছে’। এ সময় রেফারি স্লোভেনিয়ান স্লাভকো ভিনচিচকে নিয়েও কথা বলেছেন তিনি। সমালোচনা করেছেন তুরস্কের রেফারিদেরও।