নিয়মিত ছিনতাই হয় রাজধানী ঢাকার ২৫ স্পটে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৪

রাজধানী ঢাকায় হরহামেশা ছিনতাইয়ের ঘটনা ঘটছে এমন অন্তত ২৫টি স্পট চিহ্নিত করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা সূত্র, বিভিন্ন থানায় দায়ের হওয়া ছিনতাইয়ের মামলা এবং জিডিকে পর্যালোচনা করে এসব স্পট নির্ধারণ করা হয়েছে। তবে ছিনতাইয়ের স্পটগুলো নির্ধারণের পরও কেন ওইসব স্থান ঘিরে অপরাধীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে পারছে না এবং অপরাধ দমনে কার্যকরী ভূমিকা পালন করতে পারছেন না, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন রাজধানীবাসী।


ক্ষোভ প্রকাশ করে রাজধানীর বাসিন্দারা বলছেন, দিন-রাত কোনো সময়েই এই শহরে আমাদের নিরাপত্তা নেই। রাজধানী ঢাকা এখন অপরাধীদের জন্য স্বর্গরাজ্য। ছিনতাইকারীরা রাতে কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই অপারেশন চালাচ্ছে। তাদের কার্যক্রম দেখলে যে কারোরই মনে হবে, এই শহরে তাদের থামাবে এমন কোনো শক্তি নেই। প্রশাসন শক্ত অবস্থানে থাকার জানান দিলেও কার্যত মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও