নাশতায় বেঁচে যাওয়া ফল দিয়ে রূপচর্চা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯

সকাল কিংবা বিকেলের নাশতায় প্রায়ই কোনো না কোনো ফল থাকে। নাশতা করা শেষে দেখা যায়, প্লেটে কোনো কোনো ফল বা ফলের টুকরো পড়ে থাকে। সেগুলো পুনরায় ফ্রিজে না রেখে রূপচর্চায় ব্যবহার করতে পারেন। ত্বক যদি শুষ্ক হয় বা পানিশূন্যতায় ভোগে, তাহলে এই ফলগুলো ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।


খেজুর


কয়েকটি খেজুর দুধে ভিজিয়ে রাখুন ২ ঘণ্টা। এরপর দুধসহ বেটে নিন। থকথকে এই পেস্টে মিশিয়ে নিন কয়েক ফোঁটা মধু। মিশ্রণটি পরিষ্কার মুখে ব্যবহার করুন। মুখে ১০ মিনিট প্যাকটি রেখে ধুয়ে ফেলুন। ত্বক নরম, উজ্জ্বল এবং টান টান করতে এই প্যাক দারুণ কার্যকরী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও