You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের ৩০০ পেরানোর সামর্থ্য আছে, দাবি কোচের

ইসলামাবাদের টিম হোটেলে বসেই বাংলাদেশ দল দেখেছে গতকালের ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ। লাহোরে ৭০০ ‍+ রানের ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৩৫২ রানের বড় লক্ষ্য অস্ট্রেলিয়া টপকেছে ১৫ বল আর ৫ উইকেট হাতে রেখে। বাংলাদেশ কোচ ফিল সিমন্স নিজেই পরশুর ম্যাচের উদাহরণ টেনে বলতে চাইলেন, রাওয়ালপিন্ডির ফ্ল্যাট উইকেটে ভিন্ন কোনো ছবি নয়, বরং রান উৎসবই প্রত্যাশা করছেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে আজ নিউজিল্যান্ডকে হারাতে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে নিতে হবে রান উৎসবে জেতার এই চ্যালেঞ্জটাই। চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত রাওয়ালপিন্ডিতে কোনো ম্যাচ হয়নি। বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এ মাঠে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা। এ মাঠে হওয়া সবশেষ ওয়ানডে সিরিজেও ছিল নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজেও রানের বন্যাই দেখা গিয়েছিল। রাতে ফ্লাডলাইটের আলোয় ঠান্ডা কন্ডিশন হাসি ফোটাতে পারে ফাস্ট বোলারদের মুখে। তবে পরিসংখ্যান বলছে, রাওয়ালপিন্ডিতে রান উৎসবই শেষ কথা।

কিন্তু বাংলাদেশের কি ৩০০ পেরোনো স্কোর গড়ার সামর্থ্য রাখে? পরিসংখ্যানে চোখ রেখে বাংলাদেশ কোচ বলেন, ‘এটা বড় স্কোর গড়ার মাঠ। গতকাল (পরশু) দেখেছি লাহোরে কী রানটা হয়েছে। এখানে বড় স্কোরই দেখছি। ৩০০ পেরোনো স্কোর গড়তে হবে। আমাদের সেই সামর্থ্য আছে। আমাদের খেলা গত পাঁচ ওয়ানডে দেখুন, দুটিতেই ৩০০ পেরোনো স্কোর গড়েছি। আমাদের সামর্থ্য আছে। গত দুই ম্যাচে আমরা ভালো শুরু পাইনি। যদি ভালো শুরু করতে পারি, তাহলেই বড় স্কোর গড়া সম্ভব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন