নারায়ণগঞ্জে ব্যাংকের এসি মেরামতের সময় বিস্ফোরণ, ২ মিস্ত্রির মৃত্যু

বিডি নিউজ ২৪ নারায়ণগঞ্জ প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৯

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি বেসরকারি ব্যাংকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামত করার সময় বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়েছে।


রোববার দুপুর ১টার দিকে সোনারগাঁয়ের মেগা কমপ্লেক্সের ছয়তলা ভবনে ইস্টার্ন ব্যাংকের কাঁচপুর শাখায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাঁচপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান৷


নিহতরা হলেন- চাঁদপুর জেলা সদরের সেলিম বেপারীর ছেলে মো. তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা মো. রাফি (২২)।


ওই ভবনের নিরাপত্তা কর্মীরা জানান, তিনজন শ্রমিক ভবনের নিচতলার পেছনের অংশে এসি মেরামতের কাজ করছিলেন৷ এ সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন দুজন শ্রমিক৷ অপরজন দূরে থাকায় তিনি অক্ষত ছিলেন৷ ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান৷


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও