সবচেয়ে পুরোনো রেডিও জেটের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

প্রথম আলো প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭

বিভিন্ন মহাকাশীয় বস্তু থেকে নির্গত কণা ও তড়িৎ চৌম্বকীয় বিকিরণের উচ্চ গতির প্রবাহকে রেডিও জেট বলা হয়। অনেক দূর থেকে এসব কণার ধাক্কা টের পাওয়া যায়। মহাকাশের দূরবর্তী এলাকায় থাকা বৃহত্তম এক রেডিও জেটের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, রেডিও জেটটি চওড়ায় আমাদের মিল্কিওয়ে ছায়াপথের (গ্যালাক্সি) দ্বিগুণ। আর তাই এই রেডিও জেট থেকে মহাবিশ্ব সম্পর্কে মূল্যবান তথ্য জানা যাবে।


বিজ্ঞানীদের তথ্য মতে, মহাকাশের দূরবর্তী এলাকায় কমপক্ষে ২ লাখ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই রেডিও জেট। আর তাই রেডিও জেটটি বিরল এক প্রাচীন মহাজাগতিক কাঠামোর আভাস দিচ্ছে। রেডিও জেটটি সম্পর্কে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারসে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণার তথ্য মতে, বিজ্ঞানীরা দুটি শক্তিশালী রেডিও টেলিস্কোপের সাহায্যে এই জেট শনাক্ত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও