খনিজ না দিলে ইউক্রেনে স্টারলিংক বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

www.ajkerpatrika.com প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও শীর্ষ নেতারা প্রকাশ্যেই ইউক্রেনের খনিজ সম্পদ পাওয়ার ব্যাপারে খোলাখুলি আগ্রহ দেখিয়েছেন। তবে সম্প্রতি সামনে এসেছে যে, যুক্তরাষ্ট্র এই খনিজ পাওয়ার ব্যাপারে মরিয়া হয়ে উঠেছে। মার্কিন আলোচকেরা ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার পাওয়ার জন্য চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেশটিতে ইলন মাস্কের গুরুত্বপূর্ণ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার সম্ভাবনা উত্থাপন করেছেন।


নাম প্রকাশ না করার শর্তে এ বিষয়ে অবগত তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। সূত্রগুলোর মতে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তখন মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের আলোচনায় স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংকের ইন্টারনেট অ্যাক্সেসের বিষয়টি উঠে আসে। স্টারলিংক যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এবং দেশটির সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগ সরবরাহ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও