রাজের জন্মদিনে যে প্রতিশ্রুতি দিলেন শুভশ্রী

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০০

ওপার বাংলার পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন আজ। রাজ বেশ কয়েকবার জানিয়েছেন, তার জীবনে শুভশ্রী আসার পর থেকে জন্মদিনগুলো একেবারে অন্যরকমভাবে কাটে। এ তারকা জুটি একসঙ্গে সাতটি বছর কাটিয়ে ফেলেছেন। 


তাদের সম্পর্কের সমীকরণ বিবাহের প্রাতিষ্ঠানিকতা ছাড়িয়ে অনেক গভীরে পৌঁছে গেছে, স্বামীর জন্মদিনে আরও একবার তা নেটিজেনদের জানালো শুভশ্রী।


ইনস্টাগ্রামে দু’জনের একগুচ্ছ ছবি দিয়ে রাজকে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী। প্রেম-পর্বের সময় থেকে বিবাহ-পরবর্তী কিছু মুহূর্তের ছবি দিয়ে কোলাজ করেছেন শুভশ্রী। 


পোস্টের ক্যাপশনে রাজের উদ্দেশে লিখেছেন, ‘পৃথিবীর সব ভালো তোমার হোক। ব্রুনো মার্স কীভাবে আমার মনের কথা পড়ে ফেলল, কে জানে?’ শুভশ্রীও যে রাজকে সারা জীবন একসঙ্গে পথ হাঁটার প্রতিশ্রুতি দিলেন সেটা স্পষ্ট।


এদিকে শেয়ার করা ছবির কোনোটায় এ তারকা জুটি আদুরে মুহূর্ত কাটাচ্ছেন, কোনও ছবিতে শুভশ্রীর কোলে মাথা রেখে ঘুমোচ্ছেন রাজ। রাজের কপালে চুম্বন এঁকে দিচ্ছেন শুভশ্রী এমন নানা মুহূর্তগুলো এক জায়গায় করেছেন তিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও