১৫ কেজি ওজন বাড়ানোর পর নতুন রূপে পরিণীতি

যুগান্তর প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৯

নির্দিষ্ট কোনো চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে প্রায়শই বডি ট্রান্সফরম করতে দেখা যায় তারকা অভিনেতাদের। তবে সেই তালিকায় অভিনেত্রীদের বিশেষ করে নায়িকাদের খুব একটা দেখা যায় না। প্রচলিত সেই রীতিই যেন ভেঙে দিতে নেমেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। এবার নতুন রূপে হাজির হয়েছেন ভক্তদের সামনে।


কিছুদিন আগেই অমর সিং চামকিলা ছবিতে পরিণীতিকে দেখা গিয়েছিল ভিন্ন রূপে। অভিনেতা ইমতিয়াজ আলীর পরিচালনায় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে অভিনয়ের সময় অমর সিং চামকিলার স্ত্রীর ভূমিকায় হাজির হন পরিণীতি। সিনেমার চরিত্র অমরজোত কৌরের ভূমিকায় অভিনয় করতে ১৫ কেজি ওজন বাড়িয়ে ছিলেন তিনি। এবার তাকে দেখা গেল পুরনো রূপে।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি শেয়ার করেছেন পরিণীতা। যেখানে দেখা গেছে, অতিরিক্ত ওজন কমিয়ে ফেলেছেন পরিণীতা। এমনকি আগের চেয়ে বেশি ফিট দেখাচ্ছে তাকে।


ছবিতে দেখা যায় পরিণীতি কালো অফ-দ্য-শোল্ডার স্কেটার ড্রেস পরেছেন যা কমনীয়তা এবং পুরানো-স্কুল হলিউড গ্ল্যামারের একটি নিখুঁত মিশ্রণ। এছাড়াও চোখে কালো চশমা ও সাদা রংয়ের নেকলেস এবং ব্রেসলেট পরেছেন। পোশাকের সঙ্গে ম্যাচ করে এক জোড়া কালো হিল পরেছেন। আর সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘টিফানি’স এ প্রাতঃরাশ?’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও