স্থানীয় সরকারের ‘কিছু নির্বাচন’ আগে চায় নুরের গণঅধিকার পরিষদ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫০

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের ‘কিছু নির্বাচন’ দেওয়া যেতে পারে বলে মনে করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ।


বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুর বলেন, “দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে এ মুহূর্তে তো জাতীয় নির্বাচন সম্ভব নয়। ডিসেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলার কতটুকু উন্নতি ঘটে, সেটা দেখার বিষয়।


“সে বিবেচনায় আমরা বলেছিলাম যে, অন্তত স্থানীয় পর্যায়ে মানুষের মধ্যে পজিটিভ প্র্যাকটিসের জন্য, প্রশাসনের নিরপেক্ষতা দেখানো জন্য এবং তৃণমূল পর্যায়ে নির্বাচন নিয়ে ‘ভাইভ’ তৈরি করার জন্য পুরোপুরি না হলেও কিছু নির্বাচন দিয়ে স্থানীয় প্রশাসনের সক্ষমতা দেখা যেতে পারে।”


সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, নাকি পরে- তা নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে এই অবস্থান ‘তুলে ধরল’ গণঅধিকার পরিষদ।


বিএনপিসহ বেশ কয়েকটি দল আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে জামায়াত ইসলামী বাংলাদেশসহ কয়েকটি দল আগে স্থানীয় নির্বাচনের পক্ষে। সম্প্রতি স্থানীয় সরকারের নির্বাচন আগে করার পক্ষে মত দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও