হৃদয়ের সেঞ্চুরি ছাপিয়ে উজ্জ্বল গিল, বাংলাদেশের হার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৫

পরাজয়ে শুরু বাংলাদেশের


তাওহিদ হৃদয়ের বীরোচিত সেঞ্চুরি ও জাকের আলির সঙ্গে রেকর্ডগড়া জুটি যথেষ্ট হলো না বাংলাদেশের জন্য। শুবমান গিলের অপরাজিত শতকে ৬ উইকেটের সহজ জয় পেল ভারত। 


হৃদয়ের সেঞ্চুরির পরও অবশ্য ২২৮ রানের বেশি হয়নি বাংলাদেশের পুঁজি। ২১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছে ভারত।


শুরুর ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। পরে হৃদয় ও জাকের মিলে গড়েন ১৫৪ রানের জুটি। ৬৮ রান করে আউট হন জাকের। 


শেষ ওভারে ফেরার আগে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ঠিক ১০০ রান করেন হৃদয়। ভারতের পক্ষে ৫ উইকেট নেন মোহাম্মদ শামি।


রান তাড়ায় রোহিত শার্মা ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় ভারত। অধিনায়কের বিদায়ের পর তাদের রানের গতি কমে অনেকটা। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন গিল।


অপরাজিত ইনিংসে ১০১ রান করেন গিল। ৪১ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে আসে ৮৭ রান। রোহিত আউট হন ৪১ রান করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও