বাজারে আসছে অ্যাপলের সাশ্রয়ী দামের আইফোন ১৬ই

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০২

জল্পনার অবসান ঘটিয়ে সাশ্রয়ী মূল্যের এআইনির্ভর নতুন আইফোন বাজারে আনল মার্কিন আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল।


এসই৪ আনার গুঞ্জন থাকলেও বুধবার নিজেদের ওয়েবসাইটে ‘আইফোন ১৬ই’ নামের নতুন ফোন উন্মোচন করেছে কুপারটিনোভিত্তিক কোম্পানিটি।


মাঝারি পরিসরের স্মার্টফোন বাজারের বড় অংশ দখল করতে এবং স্যামসাং ও চীনের হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা ঠেকাতে বুধবার অ্যাপল নিজেদের সর্বশেষ এআই বাজেট আইফোন মডেলটি চালু করছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।


আইফোন ১৬ই এর দাম পাঁচশ ৯৯ ডলার, যা আগের আইফোন এসই মডেলের চেয়ে ১৭০ ডলার বেশি। অন্যদিকে আইফোন ১৬-এর সাতশ ৯৯ ডলারের চেয়ে আইফোন ১৬ই-এর দাম কম।


অ্যাপলের ‘আইফোন ১৬ই’ মডেলটি এমন এক সময়ে বাজারে এলো যখন জনপ্রিয় বিভিন্ন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে ভোক্তা ইলেকট্রনিক্স নির্মাতারা নিজেদের ডিভাইসে এআই টুল আনার চেষ্টা করছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও