You have reached your daily news limit

Please log in to continue


ছয় বছরেও শেষ হয়নি বিচার

পুরান ঢাকার চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনার বিচার শেষ হয়নি ছয় বছরেও। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি ওই আগুনের ঘটনায় নারী-পুরুষ-শিশুসহ ৭১ জন মারা যায়। আহত হয় শতাধিক মানুষ। পরে নিহত জুম্মানের ছেলে আসিফ আহমেদ বাদী হয়ে ভবন মালিকসহ আটজনের বিরুদ্ধে মামলা করে। দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। কিন্তু এখনো বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় নিহত স্বজনদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এমনকি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন আসামিরা।

এদিকে এত বড় ঘটনা সংঘটিত হওয়ার পরও পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউনগুলো সরানো হচ্ছে না। ব্যবসায়ীরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাপিয়ে ব্যবসায়ী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এলাকার লোকজন ঝুঁকির মধ্যেই বসবাস করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন