পুরান ঢাকার মানেই ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির মেলবন্ধন। যার সঙ্গে জড়িয়ে শত শত বছরের ব্যবসা-বাণিজ্যও। নবাবি কিংবা ব্রিটিশ শাসনামলে অবাঙালিরা আসতো এখানে ব্যবসার পসার জমাতে। দেশ বিভাগের কয়েক বছর আগে ভারতের মাড়োয়ারি ব্যবসায়ীদের হাত ধরে পুরান ঢাকার মিডফোর্ডে গড়ে ওঠে সুগন্ধির কারবার। ৮০ বছরে এখন সেটি শতকোটি টাকার বাজার।
আর্মেনিয়ান চার্চ সংলগ্ন পুরান ঢাকার বাবুবাজার রোড থেকে মিডফোর্ডের দিকে যে সোজা রাস্তাটা চলে গেছে তার দু-পাশে রয়েছে কয়েকশ সুগন্ধির দোকান। এই রাস্তা দিয়ে হাঁটলে অন্যরকম এক অনুভূতি হয়। হরেক রকম সুগন্ধির সুবাসে মৌ মৌ করে চারপাশ।