বসন্ত এসে গেছে, পাল্টে ফেলুন শীতের প্রসাধনী

বণিক বার্তা প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২২

এবারের মতো শীতের দিন ফুরিয়েছে। প্রকৃতিতে এসেছে বসন্ত। এই আবহাওয়ায় ঠাণ্ডা এবং গরম কোনোটিরই দাপট থাকে না। ফলে শীতের দিনের মতো ত্বক অতটাও রুক্ষ হয়ে পড়ে না। এমন মৌসুমে কি ত্বকের যত্নে শীতের জন্য কেনা ক্রিম, সিরাম বা ফেসওয়াশই মাখা যাবে? এই প্রশ্ন ঘুরছে অনেকের মাথায়ই। রূপচর্চা শিল্পীরা বলছেন, মৌসুম বদলের সঙ্গে সঙ্গে কিছু কিছু প্রসাধনী বদলে ফেলাও জরুরি। কারণ পরিবেশের তাপমাত্রা, আর্দ্রতার প্রভাব পড়ে ত্বকেও।


বসন্তে কীভাবে করবেন রূপচর্চা?


বসন্তের মৌসুমে ত্বক কিন্তু শীতের মতো রুক্ষ থাকে না। বরং রোদে বেরোলে ঘাম হয়ে মুখ কিছুটা তেলতেলে হয়ে যায়। এ সময়ে মুখে শীতের ক্রিম মাখলে ত্বক তা সহ্য করতে পারে না। তাই ক্রিমের বদলে বেছে নিতে পারেন হালকা ধরনের ময়েশ্চারাইজ়ার। তৈলাক্ত ত্বক হলে বা ঘাম বেশি হলে জেল বেসড ময়েশ্চারাইজ়ার ভালো হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও