শান্তর বার্তা, ‘তৈরি হও, ঝড় আসছে’

যুগান্তর প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫২

স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। পরদিন (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন।



মূল আসরে মাঠে নামার আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তান শাহিনসের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। সে ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি শান্তরা। মূলত ব্যাটিং ব্যর্থতার জেরেই ম্যাচটিতে ৭ উইকেটে হেরে যায় দল।


তবে প্রস্তুতি ম্যাচের এই হার নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং মূল আসরের ম্যাচগুলোকেই পাখির চোখ করেছেন তিনি।


সোমবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন শান্ত। যেখানে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি গায়ে ব্যাট হাতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি বাঘ ও ক্রিকেটের ইমোজি দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে!’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও