You have reached your daily news limit

Please log in to continue


আর পরীক্ষা-নিরীক্ষার ‘বলি’ হতে চান না মিরাজ

কখনো আট, কখনো সাত, আবার কখনো চার, এমনকি কখনো হয়ে ওঠেন ওপেনারও- জাতীয় দলে এভাবেই ব্যাটিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ। দলের প্রয়োজনে যখন যেভাবে বলা হয়েছে, সেভাবেই খেলেছেন তিনি। এজন্য ভক্তদের মজা করে বলতে শোনা যায়, আলু যেমন যেকোনো তরকারির সঙ্গে মানিয়ে নিতে পারে, মিরাজও তেমন।

ভক্তদের কথা যে ভুল তাও নয়। কারণ, কোচ ও ম্যানেজমেন্টের কথায় বারবার ব্যাটিংঅর্ডার পরিবর্তন করলেও মিরাজ নিজের মতো খেলেছেন, পারফর্মও করেছেন। কখনো সফল হয়েছেন, কখনো বা হননি।

তবে আগামী দিনে এমন ঘটনার পুনরাবৃত্তি চান না মিরাজ। এলোমেলো ব্যাটিংঅর্ডার নিয়ে সুরাহা করতে চান টাইগার অলরাউন্ডার। নির্দিষ্ট পজিশনে ব্যাটিং করতে চান তিনি।

সম্প্রতি ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন মিরাজ। সেখানে তিনি জানিয়েছেন, ব্যাটিং পজিশন নির্দিষ্ট করে দিতে কোচ, ম্যানেজমেন্ট ও অধিনায়কের সঙ্গে কথা বলেছেন। অর্থাৎ আর পরীক্ষা-নিরীক্ষার বলি হতে চান না ডানহাতি অলরাউন্ডার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন