ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘দাও দিয়ে কোপাইতেছে, এটা কোনো কথা!’

প্রথম আলো উত্তরা প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৬

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি ১৩ সেকেন্ডের। রাত্রিবেলায় একটি ছোট সড়কের অপর পাশ থেকে কিছুটা দূরত্বে ভিডিওটি ধারণ করা।


ভিডিওটির শুরুতেই নারী-পুরুষের চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মাথায় ভিডিওটি ‘জুম’ করা হয়।


দেখা যায়, সড়কের মাথায় একটি বাড়ির দেয়াল ঘেঁষে ফুটপাতে পাশাপাশি থাকা এক নারীকে রামদা দিয়ে জোরে আঘাত করছেন এক যুবক। নারীর পাশে থাকা পুরুষকে রামদা দিয়ে সজোরে আঘাত করছেন আরেক যুবক।


হামলার মুখে নারী কিছুটা ডান দিকে সরে যান। আর পুরুষ সরে যান বাঁ দিকে।


একপর্যায়ে ফুটপাত ঘেঁষে রাখা একটি রিকশার পেছনে আশ্রয় নেন হামলার শিকার পুরুষ। তখন তাঁর ওপর হামলাকারী যুবক রিকশার সামনের দিক দিয়ে ঘুরে পেছনের দিকে যান। নারীর ওপর হামলাকারী যুবকও তখন দৌড়ে রিকশার কাছে আসেন।


তখন হামলার শিকার নারী দৌড়ে পুরুষের কাছে এসে তাঁর সামনে অনেকটা ঢাল হয়ে দাঁড়ান। পুরুষকে পেছনে রেখে নারী আত্মরক্ষার ভঙ্গিতে দাঁড়ান। এভাবে তাঁরা পেছনের দিকে সরতে থাকেন। তখন এক হামলাকারী যুবককে রামদা উঁচিয়ে আরেকটা কোপ দিতে যাওয়ার ভঙ্গিতে দেখা যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও