পরিবেশবান্ধব ১০ গ্যাজেট

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০২

বর্তমানে প্রযুক্তির ব্যাপক ব্যবহারসহ বিভিন্ন কারণে আমাদের পরিবেশ অনেকাংশে ক্ষতিগ্রস্ত। তবে ভালো খবর হলো, ইদানীং পরিবেশবান্ধব প্রযুক্তির উদ্ভাবনও বাড়ছে। সেগুলো আমাদের আধুনিক জীবনধারা বজায় রেখে পৃথিবী রক্ষায় সহায়তা করছে। এসব গ্যাজেট সাধারণত পুনর্ব্যবহৃত উপকরণ, সৌরশক্তি এবং শক্তি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয় বলে দৈনন্দিন জীবনকে আরও টেকসই এবং পরিবেশবান্ধব করে তোলে। পরিবেশবান্ধব ১০টি গ্যাজেটের খোঁজ রইল এখানে।


নিম্বল চার্জার


নিম্বল নামের এই প্রযুক্তি প্রতিষ্ঠান গ্যাজেট তৈরি করে পুনর্ব্যবহৃত প্লাস্টিক বোতল থেকে। তাদের ওয়াল ও পোর্টেবল ব্যাটারি চার্জার ছোট এবং শক্তিশালী। এটি শক্তি সাশ্রয়ী ও দ্রুত চার্জ করে। এর ৭২ দশমিক ৫ শতাংশ অংশ পুনর্ব্যবহৃত প্লাস্টিক থেকে তৈরি।


এইচপি প্রিন্টার


এইচপি এনভি ৬০৫৫ই প্রিন্টার ২০ শতাংশ পুনর্ব্যবহৃত প্লাস্টিকে তৈরি। পুনর্ব্যবহৃত প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে উপকরণের অপচয় কমানো যায় এবং শক্তি সাশ্রয় হয়।


ইকোভ্যাক্স ডিবট ওসমো


এটি শক্তি সাশ্রয়ী রোবট ভ্যাকুয়াম ক্লিনার। এটি দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহারের মাধ্যমে বাড়ির মেঝে পরিষ্কার করে। ইকোভ্যাক্স ডিবট ওসমো শক্তি কম খরচ করে এবং পুনর্ব্যবহারযোগ্য ব্যাটারি ব্যবহারের ফলে বিদ্যুৎ ব্যবহার কমানো যায়।


টেসলা পাওয়ার ওয়াল


টেসলা পাওয়ার ওয়াল একটি হোম ব্যাটারি সিস্টেম। এটি অতিরিক্ত সৌরশক্তি সংরক্ষণ করে এবং বিদ্যুৎ চলে গেলে ব্যবহৃত হয়। এর উদ্দেশ্য হলো, সৌরশক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যম জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও