You have reached your daily news limit

Please log in to continue


মানবাকৃতি রোবটের যন্ত্রাংশ ও সফটওয়্যার তৈরি করবে মেটা

মানবাকৃতি বা হিউম্যানয়েড রোবটের যন্ত্রাংশ ও সফটওয়্যার তৈরি করবে মেটা। এরই মধ্যে রোবট তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সফটওয়্যার উন্নয়নের জন্য একটি দলও গঠন করেছে প্রতিষ্ঠানটি। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, মেটার লক্ষ্য নিজস্ব রোবট তৈরি করা নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর ও সফটওয়্যার তৈরি করবে প্রতিষ্ঠানটি, অর্থাৎ শুরুতেই মেটা ব্র্যান্ডের কোনো রোবট বাজারে আসবে না।

ব্লুমবার্গের তথ্য মতে, রোবট তৈরির জন্য ইউনিট্রি রোবোটিকস ও ফিগার এআইয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে মেটা। মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বোসওয়ার্থ এক অভ্যন্তরীণ নথিতে জানিয়েছেন, রিয়েলিটি ল্যাবস ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে যে প্রযুক্তিগত অগ্রগতি হয়েছে, তা রোবোটিকস উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতে বিনিয়োগ তাদের এআই, মিক্সড রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করবে।

প্রযুক্তিশিল্পের শীর্ষ প্রতিষ্ঠানগুলো বর্তমানে রোবোটিকস খাতে নজর দিচ্ছে। টেসলা ইতিমধ্যে নিজেদের হিউম্যানয়েড রোবট প্রদর্শন করেছে। অন্যদিকে অ্যাপল এমন একটি পিক্সার স্টাইলের ল্যাম্পের পরীক্ষামূলক সংস্করণ তৈরি করেছে, যা ব্যবহারকারীর কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গির প্রতিক্রিয়া বুঝতে সক্ষম। প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুওর মতে, স্মার্ট হোম প্রযুক্তির জন্য হিউম্যানয়েড ও নন-হিউম্যানয়েড রোবট তৈরির গবেষণা চালাচ্ছে অ্যাপল। এনভিডিয়াও রোবোটিকস প্রযুক্তিতে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন