কিডনি ও লিভারের চেয়ে মানুষের মস্তিষ্কে বেশি প্লাস্টিক কণা পাওয়া গেছে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
মানুষের মস্তিষ্কে প্লাস্টিকের কণা পাওয়ার বিষয়টি নতুন কিছু নয়। তবে আগের বিভিন্ন গবেষণার চেয়ে সাম্প্রতিক বছরগুলোতে এর পরিমাণ অনেক বেড়েছে।
বিজ্ঞানীরা এখনও জানেন না মানুষের স্বাস্থ্যের ওপর কেমন প্রভাব ফেলে এগুলো। মানবদেহের বিভিন্ন জায়গায় এমন প্লাস্টিকের কণা খুঁজে পাওয়ার বিষয়টি উদ্বেগের বিষয় হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।