বুধবার অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠান, নতুন আইফোন আসবে কি

প্রথম আলো প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩১

প্রতিবছর সেপ্টেম্বরে নতুন মডেলের আইফোন আনার ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। তবে এ বছর ফেব্রুয়ারি মাসেই নতুন মডেলের আইফোন উন্মুক্ত করতে পারে অ্যাপল। এ বিষয়ে অ্যাপল সুনির্দিষ্ট কোনো তথ্য না জানালেও ১৯ ফেব্রুয়ারি নতুন পণ্য উন্মোচনের জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। আর তাই এই অনুষ্ঠানেই ‘এসই ৪’ মডেলের নতুন আইফোনসহ বিভিন্ন পণ্যের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


সম্প্রতি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি টিজার প্রকাশ করেছেন। সেখানে বিশেষ গ্রেডিয়েন্ট টোনে অ্যাপলের লোগো দেখা গেছে। টিজারে ১৯ ফেব্রুয়ারি উল্লেখ থাকায় সেদিনই অ্যাপলের নতুন মডেলের আইফোন বাজারে আনার ঘোষণা আসতে পারে বলে গুঞ্জন উঠেছে প্রযুক্তিবিশ্বে। শুধু তা-ই নয়, নতুন আইফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন নিয়েও প্রযুক্তিবিশ্বে চলছে তুমুল জল্পনাকল্পনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও