You have reached your daily news limit

Please log in to continue


রোগী দেখে চিকিৎসকদের নেওয়া টাকার রশিদ চান অর্থ উপদেষ্টা

করের আওতা বাড়াতে চিকিৎসক ও আইনজীবীদের মত পেশাজীবীদের নেওয়া ফির বিপরীতে রশিদ দেওয়ার নিয়ম চালুর ওপর জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, “আমি তো দেখেছি চিকিৎসকরা ফি নেন, রশিদ দেন না। এখন তারা রশিদ দিলে একটা ডকুমেন্ট থাকবে।”

সোমবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের একটি সেশন শেষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন উপদেষ্টা।

জোর করে করহার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “তারাই (ডিসি) বিষয়টি তুলেছে। অনেকেরই কর দেওয়ার সামর্থ্য আছে, দিচ্ছে না। তাদের কাছ থেকে রাজস্ব আদায় নিশ্চিত করা।

“শুধু ঢাকা নয়, বাইরের শহরগুলোতে রাজস্ব আদায় বাড়ানোর সুযোগ আছে। আমি বলেছি, সেখানে গুরুত্ব দিতে। তারা অলরেডি ড্রাইভ দিয়েছে গ্রাম থেকে ভ্যাট, ট্যাক্স আদায় করতে।”

রাজস্ব আদায় বাড়াতে অনলাইনে আর্থিক লেনদেন বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে।

ব্যবসায়ী, চিকিৎসক ও আইনজীবীদের লেনদেন অনলাইনে করার তাগাদা দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “অনেক ব্যবসায়ী অনলাইনে টাকা-পয়সা লেনদেন করে না। নগদ লেনদেন করায় সব কিন্তু করের আওতায় আসছে না, এটা সম্ভবও না।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন