বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব বাড়ছে কেন?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪

নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিভাজনের রেখা। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন ও দ্বন্দ্ব বেড়েই চলেছে। দল দুটি পাল্টাপাল্টি বিবৃতি আর তাদের নেতারা পরস্পরবিরোধী বক্তব্যও দিচ্ছেন।


রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, বিএনপির সঙ্গে এক সময়ের মিত্র জামায়াতে ইসলামীর সম্পর্কের টানাপোড়েন চলছিল কয়েক বছর আগে থেকেই। জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দল দুটির সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে থাকে।


বৃহত্তর দল দুটির সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য তুলে ধরা হয়েছে।


যেসব বিষয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ হলো:


সংস্কার নাকি নির্বাচন আগে


অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূরণ হয়েছে। এই সরকারের প্রথম এজেন্ডা সংস্কারের প্রশ্নে পরস্পরবিরোধী অবস্থান নিয়ে বিবাদে জড়ায় বিএনপি-জামায়াত। এরপর নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামায়াতের দলীয় প্রার্থীও ঘোষণা করা হয়। দলটির এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে দল দুটি। বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চায় না। আর জামায়াত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও