চলে এলো গুগলের জেমিনি ২.০, নতুন কী আছে এই চ্যাটবটে

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সির দুনিয়ায় বেশ প্রসিদ্ধ গুগলের চ্যাটবট জেমিনি। এবার সেই জেমিনির দ্বিতীয় জেনারেশন নিয়ে এলো কম্পানিটি। লঞ্চ করল গুগল জেমিনি ২.০। বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন কম্পানিটি জানিয়েছে, এআই চ্যাটবটের এই নতুন সংস্করণ এতটাই শক্তিশালী হবে যে মানুষের সাহায্য ছাড়াই অনেক কাজ সম্পন্ন করতে পারবে।


কী বৈশিষ্ট্য আছে গুগল জেমিনি ২.০ তে



  • জেমিনি ২.০ ইউনিভার্সাল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করবে। এর নিজস্ব চিন্তাশক্তি আছে। যা জেমিনি ব্যবহারকারীর চাহিদা ও পছন্দকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এমনকি ব্যবহারকারীর নির্দেশ বুঝে তার মতো করে ভাবার চেষ্টা করবে।

    জেমিনি ২.০ তে থাকছে জেমিনি ২.০ ফ্ল্যাশ। যা মাল্টিমোডাল একাধিক কাজ করতে সক্ষম। অর্থাৎ প্রম্পট অনুসারে টেক্সট, ইমেজ, ভিডিও একসঙ্গে কম্পাইল করে এবং একটি রিপোর্ট দিতে পারবে।

  • জেমিনি ২.০ যেকোনো প্রম্পটে গভীর গবেষণাও করবে। রয়েছে যেকোনো বিষয়ের ওপর দীর্ঘ উত্তর দেওয়া এবং জটিল নির্দেশাবলি বোঝার ক্ষমতা।

  • আপনার প্রয়োজন বুঝে আপনার কল ধরা তার উত্তর দেওয়ার কাজ করতে পারবে জেমিনি ২.০।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও