![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2025February/bandarban-150225-01-1739634112.jpg)
বান্দরবানে ঘরছাড়া মানুষেরা ফিরছে: আইএসপিআর
পাহাড়ে সশস্ত্র কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বা ‘বম পার্টির’ তৎপরতায় বান্দরবানের যারা ঘর ছেড়েছিলেন, ২৩ মাস পর তারা নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছেন।
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় থানচির বাকলাই পাড়ার ২৮ পরিবারের মধ্যে ১৫টি পরিবারের ৮১ জন নিজে বাড়িতে ফিরেছেন বলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আইএসপিআর বলছে, বান্দরবান জেলার রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকায় কেএনএফের সশস্ত্র তৎপরতার কারণে ২০২২ সালের মাঝামাঝিতে নিরাপত্তাহীনতার পরিস্থিতিতে গ্রাম ছাড়েন অনেকে। কুকি চিনের হাত থেকে রেহাই পেতে শিশুসহ পরিবার-পরিজন নিয়ে এতদিন তারা দুর্গম পাহাড় ও জঙ্গলে ক্ষুধা-আতঙ্কে দিন কাটান।