মোবাইল ফোন কখন চার্জে দেবেন?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫

মোবাইলের ব্যাটারি চার্জ করার সঠিক নিয়ম জানেন? ভুল চার্জিংয়ের কারণে আপনার মোবাইলের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি তার সঠিক যত্ন নেওয়াও জরুরি।


ফোন চার্জিংয়ের সাধারণ ভুলগুলো
অনেকেই অল্প চার্জ কমলে বা ব্যাটারি একেবারে ০% হয়ে গেলে তবেই চার্জে বসান। আবার কেউ কেউ ১০০% চার্জ না হওয়া পর্যন্ত ফোন চার্জে রেখে দেন। এসব অভ্যাস দীর্ঘমেয়াদে ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে।


কত শতাংশ চার্জ থাকা অবস্থায় ফোন চার্জে বসানো উচিত?
বিশেষজ্ঞদের মতে, ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে হলে ২০% চার্জ থাকতেই চার্জ দেওয়া উচিত এবং ৮০-৯০% পর্যন্ত চার্জ করা ভালো। এতে ব্যাটারির কার্যক্ষমতা দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকবে।


ফাস্ট চার্জিং ফোনের ক্ষেত্রে কী করবেন?
যাদের ফোনে ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, তাঁদের জন্য ০% থেকে চার্জ শুরু করা ক্ষতিকর হতে পারে। কারণ এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায়। আবার ৮০% চার্জের পর ফোনের চার্জিং স্পিড কমতে থাকে, যা ব্যাটারির উপর চাপ ফেলে।


ওভারচার্জিং কি ক্ষতিকর?
অনেকেই মনে করেন, ফোন ১০০% চার্জ হয়ে গেলে ওভারচার্জিং হয়, যা ক্ষতিকর। তবে আজকাল স্মার্টফোনে বিল্ট-ইন সুরক্ষা ফিচার থাকে, যা চার্জ সম্পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জিং বন্ধ করে দেয়। তবুও, ব্যাটারির দীর্ঘায়ু বাড়াতে ১০০% চার্জ না করাই ভালো।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও