![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2025February/protest-150525-01-1739623296.jpg)
সার্বিয়ায় রেলওয়ে স্টেশন দুর্ঘটনা ঘিরে হাজারো মানুষের বিক্ষোভ
সার্বিয়ায় রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ব্যাপক প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া প্রতিবাদ-বিক্ষোভে শনিবার হাজার হাজার শিক্ষার্থী ক্রাগুজেভায় শহরের রাস্তায় নেমে এসেছে।
গত বছরের নভেম্বর মাসে সার্বিয়ার নোভি সাদ শহরের ওই দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়। এরপরই সরকারের বিরুদ্ধে ক্ষোভের কারণে সার্বিয়া জুড়ে দুর্নীতি বিরোধী বিক্ষোভ শুরু হয়।
কয়েক বছরের মধ্যে এই আন্দোলন এখন সবচেয়ে বড় আন্দোলনে পরিণত হয়েছে। সার্বিয়ার অনেক নাগরিকই এই মর্মান্তিক ঘটনার জন্য প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ সরকারের দুর্নীতি এবং স্বজনপ্রীতিকে দায়ী করেছে।
তবে সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ জনবাদী ভুচিচের এক দশকের ক্ষমতায় সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে। শনিবার সকালে, তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি থাকলেও সার্বিয়ার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা বাসে এবং পায়ে হেঁটে ক্রাগুজেভাকে পৌঁছায়।
তারা ঢাক-ঢোল পিটিয়ে, হুইসেল বাজিয়ে এবং দেশের পতাকা হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেয়। স্থানীয়রা করতালি দিয়ে তাদের অভিনন্দন জানায়। বিক্ষোভকারীরা নিহতদের প্রতি প্রতীকী শ্রদ্ধা জানাতে শহরের একটি প্রধান সড়ক ১৫ ঘণ্টা ১৫ মিনিটের জন্য অবরোধ করার পরিকল্পনা করেছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রেলস্টেশন
- বিক্ষোভ
- ছাদ ধসে নিহত