![](https://media.priyo.com/img/500x/https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/15/1739597332-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg)
এবার ডিআর কঙ্গোর দ্বিতীয় বৃহত্তম শহর বুকাভুতে পৌঁছেছে বিদ্রোহীরা
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২১
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বে অবস্থিত এম২৩ বিদ্রোহীরা পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর বুকাভুতে প্রবেশ করেছে।
এম২৩ বিদ্রোহীদের অন্তর্ভুক্ত কঙ্গো নদী জোটের নেতা কর্নেইল নাঙ্গা রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিদ্রোহীরা শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কিভু প্রাদেশিক রাজধানীতে প্রবেশ করেছে এবং আজ শনিবারও তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও রুয়ান্ডা সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের অগ্রগতি ঘটেছে। বিদ্রোহীদের অগ্রযাত্রার ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কঙ্গো