![](https://media.priyo.com/img/500x/https://images.ajkerpatrika.com/original_images/bnt_MnGFgqa.jpg)
বেনেটের ১৬৯ রানে জিম্বাবুয়ের দুর্দান্ত জয়
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১২
বুলাওয়োতে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের কাছে হারের পর ওয়ানডে সিরিজে দারুণ শুরু করল জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের ১৬৯ রানের চমৎকার ইনিংসের সৌজন্য গতকাল প্রথম ওয়ানডেতে তারা জিতেছে ৪৯ রানে।
হারের স্পোর্টস ক্লাবে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় জিম্বাবুয়ে। বেনেটের সেঞ্চুরি ও ক্রেইগ এরভিনের ফিফটির কল্যাণে ৫ উইকেটে ২৯৯ রান তোলে স্বাগতিকেরা। ওয়ানডে ক্রিকেটে প্রথমবার ওপেনার হিসেবে খেলতে নেমে বেনেট জিম্বাবুয়ের মোট সংগ্রহের ৫৬.৫২ শতাংশ রান করেন। এই ইনিংস খেলার পথে পুরুষ ওয়ানডেতে চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দেড় শ ছাড়ানো ইনিংস খেলেন বেনেট। জিম্বাবুয়ে ক্রিকেটে এটা ছিল পঞ্চম সর্বোচ্চ ওয়ানডে ইনিংস।
- ট্যাগ:
- খেলা
- ওয়ানডে
- ওয়ানডে সিরিজ
- ক্রিকেট ম্যাচ