![](https://media.priyo.com/img/500x/https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/14/1739536161-cc326e7e7ce16ead3901f787662a0919.jpg)
বইমেলায় পাঠক-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩০
ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনের উৎসব ঘিরে জমে উঠেছে অমর একুশে বইমেলা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে মেলা প্রাঙ্গণে বইপ্রেমী তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অমর একুশে বইমেলায় সাপ্তাহিক ছুটির দিনে যে ভিড় হবে তা প্রত্যাশিতই ছিল; সকাল থেকে মেলা শুরু হলেও দর্শনার্থী, বইপ্রেমীদের ভিড় জমে মূলত বিকালে।
ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনের উৎসব ঘিরে মেলায় লেখক-সাহিত্যিকদের উপস্থিতিও দেখা গেছে।
এদিন বেলা ১১টা থেকে মেলা শুরু হয়, দুপুর ১টা পর্যন্ত ছিল শিশুপ্রহর। এ সময়টিতে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসেন মেলায়। বিভিন্ন স্টল ঘুরে ছোটদের বই দেখেন।
বই মেলার গেইট দিয়ে প্রবেশ করতেই ছিল বইপ্রেমীদের উপচে পড়া ভিড়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- উপচে পড়া ভিড়
- অমর একুশে বইমেলা