বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে ইউএনও, অফিস করছেন বাসা থেকে

www.ajkerpatrika.com পার্বতীপুর প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা–কর্মীদের তোপের মুখে পড়েছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুন। কার্যালয় ছেড়ে বাসায় দাপ্তরিক কাজ করছেন তিনি। গত বুধবার বিকেলে শিক্ষার্থীদের তোপের মুখে প্রশাসনের সহায়তায় তিনি কার্যালয় ত্যাগ করেন।


তবে ইউএনও ফাতেমা খাতুন জাতীয় নাগরিক কমিটির পার্বতীপুর উপজেলা শাখার আহ্বায়কের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে তাঁর কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।


অবশ্য নাগরিক কমিটির পার্বতীপুর উপজেলা শাখার আহ্বায়ক এই অভিযোগ নাকচ করেছেন।


এর আগে গত বুধবার বিকেলে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ইউএনও ফাতেমা খাতুনের অপসারণের দাবিতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়।


আন্দোলনকারী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার মানববন্ধন শেষে বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনওর কার্যালয়ে যান আন্দোলনকারীরা। এ সময় তাঁরা ইউএনওকে আওয়ামী লীগের দোসর, দুর্নীতিবাজ আখ্যা দিয়ে স্লোগান দেন। তাঁকে কার্যালয় ত্যাগ করার জন্য চাপ দেন। বিকেল সাড়ে ৫টার দিকে কর্মকর্তা–কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কার্যালয় ছাড়েন ফাতেমা খাতুন। ঘটনার পরপরই তাঁর কার্যালয়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও