You have reached your daily news limit

Please log in to continue


কুড়িগ্রাম সীমান্তে ঢুকে ৫ কৃষককে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্তে বাংলাদেশে প্রবেশ করে পাঁচ কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএসএফ সদস্যদের বিরুদ্ধে।

খবর পেয়ে সীমান্ত এলাকার বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে শূন্যরেখায় অবস্থান নেন। পরে বিজিবি সদস্যরা তাদের শান্ত করেন।

শুক্রবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ৯৩০ (এইচ এস) এর কাছে এ ঘটনা ঘটে বলে বিজিবির গোরকমণ্ডল বিওপির হাবিলদার দেলবর হোসেন জানান।

আহতরা হলেন- কৃষ্ণানন্দ বকসী গ্রামের শামছুল হক (৬০), জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (৪০), কাশেম আলী (৫০) এবং রিপন (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ভারতের নারায়ণগঞ্জ-১৩৮ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া পার হয়ে সীমান্তের শূন্যরেখায় প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সীমান্তে কাজ করা বাংলাদেশি কৃষকরা প্রতিবাদ করলে উভয়পক্ষে মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বিএসএফ সদস্যরা তাদের লাঠিপেটা শুরু করেন। এতে পাঁচ কৃষক আহত হন। খবর পেয়ে গ্রামবাসী বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ নিয়ে সীমান্তে উত্তেজনা শুরু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন