সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ চায় ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৮

ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই) সোশ্যাল মিডিয়াতেও নিয়ন্ত্রণ চায়। তারা সরকারের কাছে আরও বেশি ক্ষমতা চেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, যেমন—হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ছড়িয়ে পড়া অননুমোদিত আর্থিক পরামর্শ মুছে ফেলা এবং বাজারনীতি লঙ্ঘন-সংক্রান্ত তদন্তের জন্য এসব পরামর্শদাতার কল রেকর্ডে চায় তারা।


এটি ২০২২ সালের পর দ্বিতীয়বার এসইবিআই এই ধরনের ক্ষমতা চাইল। তবে এখনো সরকারের অনুমোদন মেলেনি।


এসইবিআই সাম্প্রতিক সময়ে বাজারনীতি লঙ্ঘন-সংক্রান্ত তদন্ত জোরদার করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অননুমোদিত আর্থিক পরামর্শের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে।


তবে, মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম সংস্থাগুলো সরকারকে কল রেকর্ড বা গ্রুপ চ্যাটের তথ্য সরবরাহ করে না। এসইবিআইয়ের মতে, বর্তমানে বিদ্যমান তথ্যপ্রযুক্তি আইন তাদের ‘অনুমোদিত সংস্থা’ হিসেবে স্বীকৃতি দেয় না, যার ফলে তারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহে বাধাগ্রস্ত হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও