![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/police0-20250214121825.jpg)
দুই শিশুসন্তানসহ বাবার বিষপান, মারা গেলেন তিনজনই
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৩
হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই শিশুসন্তানসহ বিষপানে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ এবং দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রউফ ও তার স্ত্রী হাফিজার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এতে ক্ষুব্ধ হয়ে দুদিন আগে হাফিজা দুই শিশু সন্তানকে রেখে এক বছরের অপর শিশুকে নিয়ে বাড়ি থেকে চলে যান। এ ঘটনায় অভিমান করে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে ঘরের দরজা বন্ধ করে আব্দুর রউফ শিশুকন্যা আয়েশা আক্তার ও খাদিজা আক্তারকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন।