![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025February/untitled-1-20250214082808.jpg)
আমাকে কিং ডাকবেন না, এখনো তা হইনি : বাবর
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩১
পাকিস্তান ক্রিকেটে হালের সবচেয়ে বড় তারকা বাবর আজম। ধারবাহিক ব্যাটিংয়ে ক্যারিয়ারের শুরু থেকেই ভক্তদের মন জয় করেছেন তিনি। এজন্য ভক্তরাও তাকে আদর করে কিং বা রাজা নামে ডাকে। তবে এমন কোনো বিশেষণ পছন্দ না বাবরের। এ নামে না ডাকতে ভক্তদের অনুরোধ করেছেন তিনি।
চলমান ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর বাবর বলেছেন, 'প্রথমত, আমাকে 'কিং' নামে ডাকা বন্ধ করুন। আমি এখনো তা হইনি। দেখা যাক, অবসরের পর মানুষ আমাকে কী নামে ডাকে। ওপেনিং আমার জন্য নতুন পজিশন এবং দলের চাহিদা অনুযায়ী আমি এই দায়িত্ব নিয়েছি।'
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাজে সময় পার করছেন বাবর। চলতি ত্রিদেশীয় সিরিজে নিউ জিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে বাবর করেছেন ১০ ও ২৩ রান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাবেক অধিনায়কের এমন পারফরম্যান্স পাকিস্তানের জন্য চিন্তার কারণ।