সংক্রামক রোগে সতর্কতা

বণিক বার্তা ড. মো. গোলাম ছারোয়ার প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮

অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। এ দেশের প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ৩৫০ জন লোকের বাস। যেখানে পাশের দেশ ভারতে প্রতি বর্গকিলোমিটারে ৪৯২ লোকের বাস। যদি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা প্রভৃতি উন্নত রাষ্ট্রের সঙ্গে তুলনা করি তাহলে দেখা যায়, তা যথাক্রমে মাত্র ৩৮, ৩ দশমিক ৫ ও চারজন মানুষ প্রতি বর্গকিলোমিটারে বাস করে। তাহলে বুঝতেই পারছেন, মানুষের বসবাসের ঘনত্ব আর জীবনযাত্রার মান আমাদের মাতৃভূমির কেমন বা কতটা উন্নত। জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর ষষ্ঠ অবস্থানে রয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে মাল্টা, চতুর্থে রয়েছে মালদ্বীপ; একইভাবে তৃতীয়, দ্বিতীয় ও প্রথম স্থানে রয়েছে যথাক্রমে বাহরাইন, সিঙ্গাপুর ও মনাকো। সংক্রামক রোগগুলো বেশি লক্ষ করা যায় অপরিচ্ছন্ন, দূষিত পরিবেশে বসবাসরত মানুষের মাঝে, যাদের আবাসিক অবস্থান অতটা উন্নত পর্যায়ে নয়।


নোংরা অপরিচ্ছন্ন পরিবেশ জীবাণু ও জীবাণুর বাহকের জন্য অত্যন্ত অনুকূল। পরিবেশ যত দূষিত হবে সংক্রামক রোগের প্রাদুর্ভাব ততই বাড়বে। তাই সব দিক বিবেচনা করে দেখা যাচ্ছে, বাংলাদেশ সংক্রামক রোগব্যাধির জন্য অত্যন্ত সহায়ক। পরিবেশ দূষণ, জীবনযাপনের নিম্নমান, পুষ্টিসমৃদ্ধ খাবারের অভাব, স্বাস্থ্যসচেতনতার অজ্ঞতা, খাবারদাবার তৈরি, পরিবেশন ও গ্রহণের যে মান রক্ষা করা প্রয়োজন তার স্বল্পতা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে সংক্রামক রোগের এক অভয়ারণ্যের দিকে। অন্যদিকে পরিবর্তিত পরিবেশও অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে জীবাণু ও বাহকের অস্তিত্ব রক্ষায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও