You have reached your daily news limit

Please log in to continue


সাইবার হামলা চালাতে পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ ব্যবহার করছে হ্যাকাররা

বর্তমানে অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বজায় রাখতে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের প্রবণতা ব্যাপক হারে বাড়ছে। পাসওয়ার্ড সংরক্ষণ, তৈরি এবং লগইন তথ্য মনে রাখতে এসব প্ল্যাটফর্মের সাহায্য নিচ্ছেন অনেকেই। বিশেষ করে পশ্চিমা দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। এই উদ্দেশ্যে জনপ্রিয় সেবা; যেমন— ওয়ান পাসওয়ার্ড, লাস্টপাস এবং নর্ডপাস ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে উদ্বেগের বিষয় হলো এসব প্ল্যাটফর্মকেই এখন নতুন লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে হ্যাকাররা।

আগের চেয়ে আরও বেশি দক্ষ হয়ে উঠছে সাইবার অপরাধীরা। পাসওয়ার্ড ম্যানেজারগুলোকে হ্যাক করে ব্যবহারকারীদের ডিজিটাল তথ্য চুরি করছে তারা। তাই এসব প্ল্যাটফর্মও এখন আর নিরাপদ নয়। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ‘পিকাস সিকিউরিটি’।

প্রতিষ্ঠানটির ‘রেড রিপোর্ট ২০২৫’ নামক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে পাসওয়ার্ড ম্যানেজারে সাইবার আক্রমণের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। এই গবেষণায় ১ মিলিয়ন বা ১০ লাখ ম্যালওয়্যার সংস্করণের তথ্য নেওয়া হয়। এগুলোর মধ্যে পাসওয়ার্ড ম্যানেজার বা অন্য পাসওয়ার্ড স্টোরেজ পদ্ধতিগুলোর ওপর হামলা চালিয়েছে ২৫ শতাংশ ম্যালওয়্যার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন