![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2024-10-07%2F9j9s0ilz%2Fprothomalo-bangla2022-096436f63e-a003-4feb-8ccb-ab5a44cf154dKBRH5210.webp?rect=0%2C0%2C832%2C555&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখা কি বুদ্ধিমানের কাজ
প্রথম আলো
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫০
কিছু প্রেম পূর্ণতা পায় না। প্রাক্তন হয়ে হৃদয় শূন্য করে হারিয়ে যান কেউ কেউ। তবে সবাই একেবারে হারিয়ে যান না। প্রাক্তন হয়ে যাওয়ার পরও নিয়মিত যোগাযোগ রক্ষা করেন অনেকে। নতুন সম্পর্কে পা দিয়েও প্রাক্তনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা ঠিক কি? নিয়মিত যোগাযোগ রক্ষা করা কি বর্তমান সম্পর্কে প্রভাব ফেলতে পারে?
যে মানুষটার সঙ্গে একসময় মন দেওয়া–নেওয়া হয়েছে, আজ তিনি যতই দূরে চলে যান না কেন, মনের অগোচরে তাঁর প্রতি একটা টান থাকেই। ফলে বিচ্ছেদের পরও নিয়মিত যোগাযোগ রক্ষা করা হলে সে টান কিছুটা হলেও জোরালো হতে বাধ্য। তবে আপনি পুরোনো সম্পর্ক থেকে ‘মুভ অন’ করে নতুন সম্পর্কে জড়িয়ে পড়লে তাতে ‘কিন্তু’ আছে, সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা অনেক!
- ট্যাগ:
- লাইফ
- প্রাক্তন প্রেম
- প্রাক্তন প্রেমিক