সময় কারও জন্য অপেক্ষা করে কি?

জাগো নিউজ ২৪ সাইফুল হোসেন প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪

আমি কী শুনি জানো? আমি ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শুনি। সময় কখনো মানুষের জন্য অপেক্ষা করে না। জীবন এগিয়ে চলে, আর তা খুব দ্রুত চলে যায়। এই বছরগুলো নষ্ট করো না, সেগুলোকে কাজে লাগাও, বেঁচে থাকো।


আমি চাই তুমি ভয়ে কাঁপো—পাশে বসে সময় নষ্ট করার ভয়ে। ছয়দিন, ছয় সপ্তাহ, ছয় বছর কিংবা ষাট বছর পরও যদি তোমার স্বপ্নের কোনো কাছাকাছি পৌঁছাতে না পারো, সেটাই হবে দুঃস্বপ্ন। স্থবিরতা—এটাই তোমার আসল ভয় হওয়া উচিত। তাই উঠে দাঁড়াও এবং এগিয়ে যাও।


তোমার সেই আইডিয়া নিজে নিজে বাস্তবায়িত হবে না। সেই বই নিজে নিজে লেখা হবে না। জিমের ওজন গুলো নিজে নিজে উঠবে না। তোমাকেই এগিয়ে যেতে হবে, আর সেটা এখনই করতে হবে। আর অপেক্ষা নয়, আর ভাবা নয়, আর পরিকল্পনা নয়, আর অজুহাত নয়, আর আত্মপক্ষ সমর্থন নয়। ঝুঁকি নাও, সাহস দেখাও, প্রথম পদক্ষেপ নাও, এখনই কাজ শুরু করো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও