![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-02-12%2Fnn1974bv%2Fcomputer-bazar.palo.png?rect=1%2C0%2C620%2C413&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
প্রসেসর বেশি কিনছেন ক্রেতারা
চলতি সপ্তাহে একাধিক কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন প্রযুক্তিপণ্যে চাহিদা থাকলেও প্রসেসর বেশি কিনছেন ক্রেতারা। আর এ ক্ষেত্রে চাহিদার শীর্ষে রয়েছে ইন্টেল কোর আই৩, কোর আই৫ এবং এএমডির রাইজেন৫ ৫৬০০জি প্রসেসর। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও সব ধরনের কম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের যন্ত্রাংশের দাম সংগ্রহ করা হয়েছে।
প্রসেসর
ইন্টেল: কোর আই–৯ ৬.০০ গিগাহার্টজ (গি.হা.) ১৪ প্রজন্ম ৭২ হাজার টাকা, কোর আই–৯ ৫.৮০ গি.হা. ১৩ প্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আলট্রা ৭ ২৪৫ কেএফ (৫.৫ গি.হা.) ৫০ হাজার টাকা, কোর আই–৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৮ হাজার ৫০০ টাকা, কোর আই–৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা-৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৭ হাজার ৫০০ টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৮০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।