রাজনৈতিক দলগুলো একমত হলেই জাতীয় ঐকমত্য সম্ভব
রাজনৈতিক দলগুলো একমত হলেই জাতীয় ঐকমত্য সম্ভব বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
তারা বলেন, ঐকমত্যের ক্ষেত্রে ১৭ কোটি মানুষের কাছে একই মত পাওয়া সম্ভব নয়, যাওয়াও সম্ভব নয়। যেহেতু রাজনৈতিক দলগুলো মানুষের বা জনগণের প্রতিনিধিত্ব করে- তাহলে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেই জাতীয় ঐকমত্য সম্ভব। কারণ সরকার জাতীয় ঐকমত্য করতে গেলে রাজনৈতিক দলগুলোর কাছেই আসবে। জাতীয় ঐকমত্যের বৈধতার ক্ষেত্রে গণভোটের বিকল্প নেই। এর মাধ্যমে ঐকমত্যে পৌঁছাতে হবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর এক হোটেলে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। ‘সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐকমত্যের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভা করে নাগরিক ঐক্য।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ৫ আগস্টের পর অপার সম্ভাবনা তৈরি হয়েছে, একই সঙ্গে চ্যালেঞ্জও তৈরি হয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে ঐকমত্যের বিকল্প নেই। ঐকমত্যের মাধ্যমে সব সম্ভব। জাতীয় ঐকমত্যের জন্য কমিশন গঠন করা হয়েছে, যার প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।