![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025February/cng-20250212211405.jpg)
মিটারে বাড়াতে হবে ভাড়া নয়তো মামলা দিলে ‘আন্দোলন’
রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণ নিয়ে হ-য-ব-র-ল অবস্থা তৈরি হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রতিটি নির্দেশ যেন মালিক-চালকদের দাঁড় করিয়ে দিচ্ছে বিপরীত অবস্থানে। ফলে নিয়ন্ত্রক সংস্থার নিদের্শ অমান্য করে এখন সাংঘর্ষিক অবস্থায় চালক-মালিকরা।
সম্প্রতি গ্যাস বা পেট্রোলচালিত অটোরিকশার চালক মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) এক চিঠিতে অনুরোধ করেছে বিআরটিএ।
গত ১০ ফেব্রুয়ারি দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যেকোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এমন অপরাধে আইনের ধারা ৮১ অনুযায়ী অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক এক পয়েন্ট কর্তন করার বিধান রয়েছে।