![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-02-12%2Foip87sdr%2FSunamganjDH053220250212IMG-20250212-WA0011.jpg?w=622&auto=format%2Ccompress&fmt=avif)
ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন চাইলেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এই অন্তর্বর্তী সরকার সবার সরকার। এই সরকারকে আমরা সহযোগিতা করছি। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে। এতে জনগণ স্বস্তি পাবে।’
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আরিফুল হক। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পযার্য়ে রাখা, অবনিতশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
শেখ হাসিনা ও আওয়ামী লীগের সমালোচনা করে সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন, শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়ে পালিয়েছেন। তিনি বলেছিলেন পালাবেন না, কিন্তু তাঁকে পালাতে হয়েছে। আওয়ামী লীগের দুঃশাসন সব ডুবিয়েছে। ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপস নয়, সবাইকে আইনের আওতায় এনে তাঁদের বিচার করতে হবে। দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনো আছে। এ জন্য বিএনপির নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।