চূড়ান্ত নিয়োগের দাবিতে জাদুঘরের সামনে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের অবস্থান

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১২

চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তৃতীয় ধাপে উত্তীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। আজ বুধবার সকাল থেকে তাঁরা সেখানে অবস্থান নিয়েছেন।


অবস্থান কর্মসূচিতে তারা বিভিন্ন রকম প্ল্যাকার্ড নিয়ে বসেছেন। সেই সঙ্গে থেকে থেকে ‘বৈষম্যের এই রায়, মানিনা-মানব না’, ‘দাবি মোদের একটাই, যোগদান চাই-যোগদান চাই’, ‘জয়েন অর ডেথ’ স্লোগান দিচ্ছেন তারা।


হাইকোর্টের সিদ্ধান্ত বাতিলে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এর মধ্যে দাবি বাস্তবায়িত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।


এর আগে মঙ্গলবার দাবি-দাওয়া নিয়ে সচিবালয়ে যান শিক্ষকদের প্রতিনিধিরা। সেখানে ফলপ্রসূ আলোচনা হয়নি জানিয়ে অবস্থান কর্মসূচি চালু রাখার ঘোষণা দেন তাঁরা।


সচিবালয়ে যাওয়া ছয় সদস্যের প্রতিনিধিদলের সদস্য জান্নাতুল নাইম ফিরে এসে বলেন, ‘সরকারের পক্ষ থেকে সব সময় শুধু আশ্বস্ত করা হচ্ছে। আগেরবার আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, কিন্তু এবার আর ঘরে ফিরব না। যত দিন পর্যন্ত দাবি মানা না হবে, রাজপথে থাকব এবং আমাদের কর্মসূচি চলমান থাকবে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও