![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2023-12%2Fb04f49cb-0ebe-46b9-aa89-5670bd35f415%2F07214540-ece4-46e7-8fc2-f1614d76168e.jpg?rect=34%2C0%2C611%2C407&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
চোখের অন্য রকম কিছু সমস্যা
প্রথম আলো
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪
চোখে যে শুধু ছানি বা পাওয়ারের সমস্যাই হয়, তা নয়; চোখের পেশি ও স্নায়ুতে নানা রকম সমস্যার জন্যও কিছু জটিলতা দেখা দিতে পারে। আজ এ রকমই কিছু সমস্যা নিয়ে আলোচনা করা যাক:
ডাবল ভিশন
এক চোখে ডাবল ভিশন (দুটি দেখা) হলে প্রথমে দেখতে হবে, চোখে ছানি পড়েছে কি না। দুই চোখেও ডাবল ভিশন হতে পারে। চোখের এক বা একাধিক মাংসপেশির দুর্বলতা, কিছু বিশেষ ধরনের ব্রেইন টিউমার, কিছু ক্ষেত্রে পক্ষাঘাতের কারণে ডাবল ভিশন হতে পারে। এ ক্ষেত্রে অবিলম্বে চক্ষুরোগবিশেষজ্ঞ দেখাতে হবে।
চোখ কাঁপা
ক্লান্তি, শরীরে লবণের ঘাটতি ও কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এ সমস্যা হয়। আপনা–আপনি কয়েক দিনের মধ্যে সেরে যায়। ১০-১৫ দিন পরও সমস্যা থেকে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।