![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-02-12%2Famdbbnto%2FUntitled-1.jpg?rect=141%2C0%2C1710%2C1140&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
কৃত্রিম বুদ্ধিমত্তার ঘোষণাপত্রে সই করেনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
প্রথম আলো
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩
প্যারিসে অনুষ্ঠিত এআই অ্যাকশন সামিটের ‘অন্তর্ভুক্তিমূলক ও টেকসই’ কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত ঘোষণাপত্রে সই করেনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য সমন্বিত পদক্ষেপের পথে এটি একটি বড় ধাক্কা।
ঘোষণাপত্র অনুযায়ী, এআই উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ, নৈতিক, নিরাপদ, সুরক্ষিত এবং বিশ্বস্ত হওয়ার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সবার জন্য আন্তর্জাতিক কাঠামো বিবেচনায় নিয়ে এটা করা হয়েছে। মানুষ ও পৃথিবীর জন্য এআইকে টেকসই করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে।