![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2023-05%2F746c8669-ef90-481e-bcc1-f5bb3bc48154%2F_63I1410.jpg?rect=0%2C0%2C5472%2C3648&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি হবে ১২০ দিন
প্রথম আলো
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯
বিদ্যমান শ্রম আইন অনুযায়ী নারী শ্রমিকদের প্রসূতিকালীন ছুটি ১৬ সপ্তাহ। শ্রমিকপক্ষের দাবি অন্য সব খাতের মতো নারী শ্রমিকদের প্রসূতিকালীন ছুটি ৬ মাস বা ১৮০ দিন করা। তবে মালিকপক্ষ সেই দাবি মানতে নারাজ। তাই সরকারের পক্ষ থেকে মাঝামাঝি অবস্থান নিয়ে এই ছুটি ১২০ দিন করার প্রস্তাব করা হয়েছে।
শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) বৈঠকে গতকাল মঙ্গলবার নারী শ্রমিকদের প্রসূতিকালীন ছুটি ১২০ দিন করার বিষয়ে সব পক্ষ একমত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।