বর্তমান সময়ে সামাজিক বিভিন্ন যোগাযোগমাধ্যম মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। অন্যদিকে কিছুসংখ্যক মানুষ এটির অপব্যবহার করে অন্যকে অপমান, লাঞ্ছিত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ট্রলিং এখন শুধু রসিকতার পর্যায়ে নেই; বরং অনেক ক্ষেত্রে ব্যক্তি বা পরিবারের জন্য এটি চরম মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ১১ বছর বয়সী এক শিশুর ছবি ও ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। তাকে নিয়ে হয়েছে নানান বিদ্রূপমূলক মন্তব্য। গণমাধ্যমও তার ছবি প্রচার করেছে, যা তার এবং তার পরিবারের জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টকর। এমন পরিস্থিতিতে ভুক্তভোগী এবং তার পরিবার আইনি সহায়তা নিতে পারে।