You have reached your daily news limit

Please log in to continue


শতাধিক দেশের অংশগ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন, নেপথ্যে কী?

গত মাসে চীনের ডিপসিক কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে বড় চ্যালেঞ্জ জানিয়েছে। তাই দেশটি নড়েচড়ে বসেছে। আগামী দিনগুলোতে নিয়ন্ত্রণবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা যে বিপদ বয়ে আনতে পারে, সে বিষয়েও রয়েছে শঙ্কা। তাই করণীয় খুঁজতে প্যারিসে জড়ো হয়েছিলেন বিভিন্ন দেশের শীর্ষ ১০০ নেতা।

সোমবার থেকে শুরু হওয়া দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপ্রধান, শীর্ষ সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিজ্ঞানীরা অংশগ্রহণ করছেন। এখানে আলোচনা হবে দ্রুতগতিতে এগিয়ে চলা প্রযুক্তি শিল্পে আধিপত্য বিস্তারের লড়াইয়ে কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়ে।

অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গুওকিংও রয়েছেন অতিথিদের মধ্যে। সম্মেলনে উপস্থিত থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন